আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চৌকিদার ফাঁড়ি সেতু পরিদর্শন করছেন প্রকল্প পরিচালক

চন্দনাইশে ১৩০ কোটি টাকায় নির্মিত হবে চৌকিদার ফাঁড়ি সেতু


মুহাম্মদ আরফাত হোসেনঃ উপজেলায় জনগণের দাবির প্রেক্ষিতে ১’শ ত্রিশ কোটি টাকায় নির্মিত হচ্ছে চৌকিদার ফাঁড়ি সেতু। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প পরিচালক প্রকৌশলী এবাদত আলী শনিবার (২৩ ডিসেম্বর) প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এর আগেও তিনি এই প্রকল্প তিনবার পরিদর্শন করেছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিজটি নিমার্ণের জন্য ইতোপূর্বে ৩’শ কোটি টাকার প্রকল্প দেয়া হয়েছিলো। ২০১৮ সালে প্রথম প্রকল্প পরিদর্শনে এসেছিলাম। পানি উন্নয়ন বোর্ডের পরামর্শ মোতাবেক ডিজাইন করতে গিয়ে ৩’শ কোটি টাকার উর্ধ্বে ব্যয় ধরা হয়। পরবর্তীতে তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্রিজের উচ্চতা কমিয়ে ডিজাইন পরিবর্তন করার কারণে ১’শ কোটি টাকায় ৪’শ মিটার ব্রিজটি নিমার্ণ করা হচ্ছে। পাশাপাশি উভয় পাশে এপ্রোচ সড়ক নিমার্ণ ও ভূমি অধিগ্রহণে ৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ফলে প্রায় ১’শ ৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

আরও পড়ুন চন্দনাইশে মহান বিজয় দিবস পালিত

সম্প্রতি প্রকল্পটি পরিদর্শনকালে এবাদত আলী চাটগাঁর সংবাদকে বলেন, আগামী অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ সালে ব্রিজটি নিমার্ণের জন্য বাস্তত পদক্ষেপ গ্রহণ করা হবে। এ প্রকল্পে ব্রিজের উভয় পার্শ্বে ১৮ফুট প্রস্থ সড়ক নিমার্ণ করার পাশাপাশি দোহাজারী সদর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অনায়াসে যানবাহন চলাচলের সুবিধার জন্য বাইপাস সড়ক নিমার্ণে গুরুত্ব দেয়া হবে।’

এ ব্যাপারে আগামী ১৫ দিনের মধ্যে দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিমকে বাইপাস সড়কের প্রকল্পের পরিকল্পনার কাগজ-পত্র সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে পাঠানোর অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র কাউন্সিলর মাষ্টার নাজিম উদ্দিন, কৃষকলীগ নেতা নবাব আলী, সাংবাদিক মাঈন উদ্দিন, নুর মোহাম্মদ, নেজাম উদ্দিন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর