অনলাইন ডেস্কঃ ব্যাপক ভাবগাম্ভীর্যে ‘বড়দিন’ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে চট্টগ্রামে। নগরীর প্রায় ২০টি গীর্জায় যিশুর জন্মদিন উদযাপন করবেন খ্রীস্ট ধর্মালম্বীরা।
চলতি বছর বড়দিন পালন নিয়ে কিছুটা উৎকণ্ঠা রয়েছে খ্রীস্ট ধর্মালম্বীদের মাঝে। যেমনটি ছিলো দুর্গোৎসব পালনের আগে সনাতন ধর্মালম্বীদের মধ্যেও। মূলত দেশে সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত থাকার কারনে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এ ধরনের ভীতি তৈরি হচ্ছে।
এ বিষয়ে সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কতৃপক্ষের সাথে বৈঠক করেছেন খ্রীস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা। বৈঠকে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষ্যে সারাদেশের মতো চট্টগ্রামেও সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও নাশকতামূলক অপরাধ দমনে তৎপর রয়েছে।
আরও পড়ুন স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ ধর্ম পালন করবে: প্রধানমন্ত্রী
বর্তমানে বড়দিন উদযাপনে চট্টগ্রামের সবকটি চার্চে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যিশুখ্রীস্টের জন্মদিন ২৪ নাকি ২৫ ডিসেম্বর তা নিয়ে ক্যাথলিক, প্রোটেস্টেন্ট কিংবা সমমনা সম্প্রদায়গুলোর মধ্যে মতানৈক্য থাকলেও ২৫ তারিখ ‘ম্যারি ক্রিসমাস’ এর প্রার্থনা নিয়ে কারও দ্বিমত নেই। আজ রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা এবং ১১টায় রোমান ক্যাথলিকরা বড়দিনের প্রার্থনা শুরু করবেন। আগামিকাল সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেথলেহেম এজি চার্চে শুরু হবে বড়দিনের প্রার্থনা। এদিন ক্রিসমাস কয়ারের আয়োজনে ধর্মীয় আরাধনাকারী দল ব্লেসিংস কয়ার পরিবেশন করবে যিশু বন্দনামূলক সঙ্গীত।
এ প্রসঙ্গে আলাপকালে জামালখান বেথলেহেম এজি চার্চের ফাদার বারনোভা গোমেজ চাটগাঁর সংবাদকে বলেন, ‘মানবজাতির পাপ থেকে মুক্তির বার্তা দিতে পৃথিবীতে এসেছিলেন যিশু। আমরা জন্মদিনে সমবেত উপাসনা করব। আমাদের প্রার্থনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।’
Leave a Reply