আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

নির্বাচনী আচরণবিধি মানার আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিটি আসনে গিয়ে কঠোর বার্তা দিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সেই সঙ্গে মতবিনিময় করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে। সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন প্রার্থীরা। জেলা প্রশাসক শুনছেন তাদের অভিযোগ-অনুযোগ। সম্প্রতি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। তাঁর আহ্বানে চট্টগ্রাম-৩ আসনের ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীই এসেছেন সভায়। এসব প্রার্থীদের সঙ্গে আসেন পাঁচজন করে সমর্থন ও প্রস্তাবকারী।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ডক্টরেট ডিগ্রি লাভ করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

সন্দ্বীপের পর ২৪ ডিসেম্বর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান যাবেন চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়ায় ও চট্টগ্রাম-১২ আসনে পটিয়া। ২৬ ডিসেম্বর চট্টগ্রাম-১ আসনে মীরসরাই ও ২৮ ডিসেম্বর চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া ও চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় করবেন।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সোমবার প্রতীক বরাদ্দ চুড়ান্ত হয়েছে। মঙ্গলবার থেকে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এ সময় অনেক প্রার্থীর নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের অনেক অভিযোগ পাওয়া যায় বা লক্ষ্য করা গেছে। সেলক্ষ্যে জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্য আরও কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ৮ জন প্রার্থী সহ প্রস্তাব ও সমর্থনকারী সকলের সঙ্গে আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময় করা হয়। এতে সকল প্রার্থী এবং তাঁর অনুসারী, সমর্থক, প্রচার-প্রচারণাকারীকে নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়।

তথ্যসূত্র; বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর