নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানি দোসররা বাংলাদেশ স্বাধীন হচ্ছে নিশ্চিত জানতে পেরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বাছাইকৃত বুদ্ধিজীবীদের হত্যা করে। একটা জাতিকে মেধাশুন্য করতে চূড়ান্ত পর্যায়ে যা যা করা দরকার, পাকবাহিনী তা সবই সম্পন্নের মাধ্যমে বাঙালির অগ্রযাত্রা রুখে দেওয়ার অপচেষ্টা করলেও জাতির পিতার স্বপ্নকে লালন করে তাঁরই যোগ্যকন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ঠিকই ইগ্রযাত্রা নিশ্চিত করে যাচ্ছে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শহিদ বুদ্ধিজীবী দিবসে প্রধান অতিথির বক্তৃতার সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এসব কথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী বলেন, জাতির শ্রেষ্ট সন্তানদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র বিফল হয়েছে। দেশ এখন সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন ও আরিফুর রহমানের সঞ্চালনায় কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পবিত্র কোরান ও গীতা পাঠ করেন কলেজ ছাত্রী আয়েশা ছিদ্দিকা, অথৈ মল্লিক। বক্তৃতা করেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক মোঃ ছমি উদ্দিন, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, ছাত্রী সংসদের জিএস রহিমা আকতার, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আকতার প্রমুখ।
Leave a Reply