আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মরহুম আব্দুল মাবুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর মঙ্গলবার নিউ স্টার ক্লাবের উদ্যোগে মরহুম আব্দুল মাবুদ স্মৃতি গোলকাপ অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম নগরীর বাড়ইপাড়াস্থ ৬ নং ওয়ার্ড অফিস সংলগ্ন দিগন্ত ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের জাতীয় সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নোমান আল মাহমুদ।

প্রধান বক্তা ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ‘ক’ ইউনিট আওয়ামী ললীগের সভাপতি মোহাম্মদ আলমগীর, গাসিয়ারপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক এমএ নাসের, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ, ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাপ্পি এবং টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে “মায়ের দোয়া একাদশ” ও “জাফরিন জান্নাত সাইরা ফুটবল টিম”। এতে ২-১ গোলে মায়ের দোয়া একাদশ জয়লাভ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর