মো. রিফাত, সাতকানিয়াঃ বাংলাদেশের মুক্তিসংগ্রামে ‘ওয়ার হিরো’ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক চৌধুরীর ৫২তম শাহাদাৎবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সাতকানিয়া উপজেলার মির্জাখীলে শহিদের নিজ বাড়িতে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা শহিদ মনজুরুল হক চৌধুরী স্মৃতি সংসদ।
শহিদ মনজুরের ভ্রাতা আব্দুর রাজ্জাক চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক রিফাতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী।
এসময় নুরুল আবছার চৌধুরী বলেন, ‘শহিদ মনজুরুল হক চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সাতকানিয়া কলেজে ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্রাবস্থায় বাড়িতে একটি চিরকুট পাঠিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রণের উদ্দেশ্যে ইন্ডিয়ান রাজপুত রেজিমেন্টে থেকে প্রশিক্ষণ নিয়ে কুমিল্লাতে যুদ্ধে অংশ নেন এবং ৯ ডিসেম্বর সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শহিদ মনজুরুল হক চৌধুরীকে ইন্ডিয়ান রাজপুত রেজিমেন্ট ‘ওয়ার হিরো’ খেতাবে ভূষিত করেছিলো। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে শহিদ মনজুরুল হক চৌধুরী ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এখনও পর্যন্ত তাঁর নামে কোনো স্থাপনা সরকারী গেজেটভুক্ত হয়নি। এ বিষয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।’
সাতকানিয়া মির্জাখীলের হাবিলদার বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস শুকুর চৌধুরীর প্রথম পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ মনজুরুল হক চৌধুরীর এ স্মরণসভায় আরও বক্তব্য রেখেছেন সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আবু তাহের, মাদার্শা ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, তরুণ সমাজ কর্মী সোনাকানিয়ার জনপ্রিয় ব্যক্তি সেলিম উদ্দিন চৌধুরী, শহিদ মনজুরুল হক চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী বাবর, সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মঞ্জুরুল আলম, সোনাকানিয়া ইউনিয়ন আ. লীগের প্রবীণ নেতা নুরুল ইসলাম, সোনাকানিয়া ৫নং ওয়ার্ড আওয়ামী নেতা আব্দুস শুক্কুর চৌধুরী, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মুমিনুল হক, আনিছুল হক সোহেল, হাবিব উল্লাহ টিপু প্রমুখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ মনজুরুল আলম চৌধুরীর কবর জিয়ারত, মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
Leave a Reply