আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠিত


মো: ইকবাল হোসেন, সাতকানিয়া:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে সাতকানিয়া সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বুধবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পর গোপন ব্যালটের মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে নির্বাচিতরা হলেন ,আহবায়ক শহীদুল ইসলাম বাবর (প্রতিদিনের সংবাদ/এনটিভি), যুগ্ম-আহবায়ক মো. নাজিম উদ্দিন (ভোরের কাগজ), সদস্য সচিব মো. নাছির উদ্দিন (বিজয় টিভি)। এছাড়াও সদস্যরা হলেন যথাক্রমে জোবাইর বিন জিহাদী ( দৈনিক বায়ান্ন/আওয়ার নিউজ), রমজান আলী(দ্য বাংলাদেশ টুডে), শহীদুল ইসলাম (চাটঁগার সংবাদ), মো. ইকবাল হোসেন (দৈনিক আমাদের সময়/ চাটঁগার সংবাদ), নুরুল আমিন(দৈনিক ভোরের ডাক) ও মিজানুর রহমান (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ)।

আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামীতে নতুন সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর