মুহাম্মদ আরফাত হোসেন
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা সদরস্থ নিকাহ্ রেজিষ্ট্রার কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা উপজেলা প্রতিনিধিদের নিয়ে সকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ ডিসেম্বর সকালে কাজী মাওলানা মো. আবদুন নুর’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, কাজী মো. সরফুদ্দীন সেলিম, কাজী নুর মোহাম্মদ, কাজী সৈয়দ আহমদ, কাজী আহমদ ছগির, কাজী এনামুল হক, কাজী মহিউদ্দিন মোহাম্মদ ছাদেক, কাজী মো. জাহাঙ্গীর আলম, কাজী এয়ার মোহাম্মদ, কাজী তকি উদ্দিন ছবকী, কাজী খাজা মোবারক আলী, কাজী মোজাহেরুল কাদের, কাজী মামুনুর রশিদ, কাজী মো. ইদ্রিচ, কাজী মো. মঈন উদ্দিন, কাজী শিহাব উদ্দিন, কাজী কুতুব উদ্দিন, কাজী আবু বক্কর ছিদ্দিক, কাজী মো. আলী আব্বাস, কাজী মো. নুরুল আলম প্রমুখ।
উক্ত সভায় বাল্য বিবাহ নিরোধ/প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি ও নিকাহ্ রেজিষ্ট্রারগণের সম্ম্যখ দৃষ্টি দানে অবহিত করা হয়। সরকারী গ্যাজেট অনুযায়ী বিবাহ নিবন্ধন ফি আদায়ের ব্যাপারে উপস্থিত সকল নিকাহ্ রেজিষ্ট্রারগণ একমত পোষণ করেন। যদি কোন নিকাহ্ রেজিষ্ট্রার সরকারী গ্যাজেট অমান্য করে নিকাহ্ রেজিষ্ট্রেশন ‘ফি’ কম বা বেশি আদায় করেন উক্ত নিকাহ্ রেজিষ্ট্রারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply