মুহাম্মদ আরফাত হোসেন
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া তশীল অফিসের নথি জাত মামলায় জাল খতিয়ান সৃজন করায় ২৯ নভেম্বর থানায় মামলা দায়ের করেছেন তশীলদার সনজিৎ চক্রবর্তী। সে মামলায় ১ জনকে আটক করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গাছবাড়িয়া সিকদার পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. রিদুয়ান সিকদার (৩৫), সাতবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়ার একটি জাল খতিয়ান সৃজনের করে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার দৃষ্টিগোচর হয়। তিনি তার কার্যালয়ে খতিয়ান সৃজনকারীকে রিদুয়ানকে ডেকে আনে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে রিদুয়ান বিষয়টি স্বীকার করে। সাতবাড়িয়া মৌজার মো. হারুনের নামজারী খতিয়ান সৃজনের জন্য আবেদন করেন।
আবেদনটি গত ২০২২ সালের ১০ নভেম্বর না-মঞ্জুর করে মামলাটি নতিজাত করেন সহকারী কমিশনার (ভূমি)। সে মামলার অনুকূলে জালয়াতির মাধ্যমে খতিয়ান নাম্বার দিয়ে ভিন্ন একটি খতিয়ান প্রস্তুতি পূর্বক, পূর্ব সাতবাড়িয়া হারুনকে রিদুয়ান প্রদান করে। রিদুয়ান জিজ্ঞাসাবাদে জাল খতিয়ান সৃজনের বিষয়টি স্বীকার করায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান।
Leave a Reply