আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়ন জমা দিলেন এম এ মোতালেব সিআইপি


আহসান উদ্দীন পারভেজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিল্টন বিশ্বাস কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন।

মনোনয়ন পত্র জমাদান শেষে নৌকার প্রার্থীর অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ মোতালেব বলেন, চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন হল সাতকানিয়া-লোহাগাড়ার ব্যাবসায়ী ও ভোটারদের এলাকা, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি তাই আমি আমার এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও পরামর্শ করেছি। যেহেতু আমি ব্যাবসায়ী ১৯৮৮ সালে তামাকুমুন্ডি লেইন বনিক সমিতির প্রতিষ্ঠিত করেছি এবং আজকে পর্যন্ত উক্ত বণিক সমিতির উপদেষ্টা। তাদের কাছে যাওয়াতো অপরাধ নয়। যারা এসব বিষয় নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নোংরামি করছে আমি তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওরা নোংরা রাজনীতি করছে, আমি কখনো নোংরা রাজনীতি করিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর