আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চন্দনাইশে আব্দুল জব্বার চৌধুরীর উঠান বৈঠক

চন্দনাইশে জব্বার চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত


মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে নাগরিক কমিটি ব্যানারে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে উঠান বৈঠক করেছেন চন্দনাইশ উপজেলা থেকে তিনবারের নির্বাচিত সদ‍্য পদত‍্যাগক‍ৃত উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৮ টায় চন্দনাইশের উত্তর হাশিমপুর নিজ বাড়ীর উঠানে ইউনিয়নের সর্বস্তরের জনগনকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। হাশিমপুর ইউনিয়ন ছাড়াও চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীসহ সাধারণ জনগন অংশগ্রহন করেন।

উক্ত উঠান বৈঠকে সাবেক চেয়ারম্যান অধ‍্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ নাগরিক কমিটির প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী।

বৈঠকে অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বেগ, শওকত হোসেন ফিরোজ, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা মোসলেমউদ্দিন নেজামী, প্রার্থীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস ছাত্তার চৌধুরী, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক এ জি এস জিয়াতুর রশিদ মিঠু, মোজাম্মেল হক তালুকদার, নুরুল আমজাদ চৌধুরী, বদিউল আলম বদি, কাজী শিমুল, মোহাম্মদ ফরমান, হাশিমপুর ইউপি মেম্বার যথাক্রমে মোহাম্মদ হেলালউদ্দিন, আয়ুব মেম্বার, গোলাম নবী, রহমতুল্লাহ, আয়ুব আলী মেম্বার, শাহেদা আক্তার, রহিমুন্নেছা প্রমুখ। এছাড়াও বৈঠকে সাবেক ও বর্তমান জন প্রতিনিধি আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা তাদের বক্তব্যে বর্তমান এমপি দলীয় নেতা কর্মীদের অবমূল্যায়ন, টি আর কাবিখা, টিআর কাবিটা একই ব‍্যক্তিকে বারবার দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং এসব কারনেই এবার তারা নাগরিক কমিটির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর