অনলাইন ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সুষ্পষ্ট লঘুচাপের কারনে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ নভেম্বর) প্রকাশিত বুলেটিনে সংস্থাটি এ সতর্কবার্তা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামিতে এটি আরও ঘনীভূত হতে পারে। তবে লঘুচাপটি ঘুর্ণিঝড়ে রূপ নেবে কী না তা এখনও জানায়নি সংস্তাটি।
আরও পড়ুন জেনে নিন আবহাওয়ার খবর
লঘুচাপটির কারণে সারাদেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে।
এতে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘন্টায় সারদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ১ শতাংশ ছিলো চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ শতাংশ ছিলো রংপুরের তেঁতুলিয়ায়।
Leave a Reply