আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ১৫ আসনের মনোনয়ন জমা দিলেন এম এ মোতালেব সিআইপি


আহসান উদ্দীন পারভেজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। সোমবার (২০ নভেম্বর) সকাল ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে এম এ মোতালেব সিআইপি মনোনয়ন ফরম জমা দেন।এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান ম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান সেলিম উদ্দিন, এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, বাজালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাপস দত্ত, কাঞ্চনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী, আমিলাষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী। ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান সুমন, সাতকানিয়া ও লোহাগাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদ এবং সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেব লীগ সভাপতি সুমন, নবাব মিয়া রকিব পৌরসভার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, আবু তৈয়ব, লোহাগাড়া ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ সহ সাতকানিয়া লোহাগাড়ার প্রায় ৫ শতাধিক তৃণমূলের নেতাকর্মীর প্লেকার্ডসহ বিশাল বহর নিয়ে এম এ মোতালেব সিআইপির সমর্থনে সবাই উপস্থিত ছিলেন । এব্যাপারে মুঠোফোনে এম এ মোতালেব সিআইপির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আমি ছাত্রলীগ থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসকরি মনে প্রাণে ধারণ করি। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই দুইবারের কার্যনির্বাহী সদস্য, এবং আমি দলের প্রয়োজনে সব সময় সাধারণ মানুষের পাশে তৃণমূল নেতাকর্মীর পাশে থেকেই আমি কাজ করছি এবং সবসময় নেতা কর্মীদের দুঃসময়ের সুসময়ে পাশে থেকে বাংলাদেশ আওয়ামীলীগ রাজনীতির মাঠকে সক্রিয় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে যাচ্ছি যদি আমাকে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত করেন আমি নির্বাচন করতে প্রস্তুত আছি। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি জানান, আমি শতভাগ আশাবাদী এবং মাননীয় সভানেত্রীকে সাতকানিয়া লোহাগাড়া এই আসনটি উপহার দিতে পারব। সাতকানিয়া-লোহাগাড়াবাসীর কাছে চাওয়া পাওয়া কি জানতে চাইলে তিনি জানান, আপামর জনসাধারণের কাছে একটি চাওয়া সবাই আমার জন্য দোয়া দোয়া, দোয়া এবং দোয়া করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর