মো. ইকবাল হোসেন, সাতকানিয়াঃ চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি-জামায়াতসহ সমমনা দল সমূহের ৫ম দফার ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে তিনটি বাস আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০নভেম্বর) দিবাগত ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ‘রাস্তার মাথা’ এলাকায় পার্কিংয়ে থাকাবস্থায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া তিনটি বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাত আনুমানিক চারটার সময় রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপন করে সক্ষম হয় ফায়ার কর্মীরা।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আতাউল হক বলেন, ‘আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বভাবে দেখা হচ্ছে।’
Leave a Reply