আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: হরতাল-অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

হরতাল-অবরোধের প্রতিবাদে চট্টগ্রামে আ. লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ


অনলাইন ডেস্কঃ হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রবিবার (১৯ নভেম্বর) নগরীর গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বহদ্দারহাট ও চান্দগাঁও সিএন্ডবির মোড়ে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দেশকে ধ্বংস করাই বিএনপির লক্ষ্য। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে। অগ্নিসন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। বিএনপি-জামায়াত দেশের
উন্নয়নকে সহ্য করতে পারছে না। তারা দেশকে ধ্বংস করার জন্য আগুন সন্ত্রাস ও
নৈরাজ্যের আশ্রয় নিয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, অধ্যাপক মাসুম চৌধুরী, সামসুল আলম, চসিক কাউন্সিলর আশরাফুল আলম, নুরুল আমীন মামুন, এসরারুল হক, মো. ইলিয়াছ, আইয়ুব খান, সাইফুদ্দিন খালেদ, মঞ্জুর হোসেন। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাএলীগ নেতৃবৃন্দও
উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর