আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রিজভীর নেতৃত্বে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল


অনলাইন ডেস্ক

এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথমদিন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও কয়েকটি বিরোধী দলের ডাকা তৃতীয় দফায় দেশজুড়ে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর পর্যন্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর