চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনের সাথে চসিকের বিভাগীয় প্রধানদের এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ নভেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সভায় নগরীর জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনয়ন বিষয়ে আলোচনা হয়।
সভায় ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন বলেন, মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামকে নান্দনিক নগরী হিসেবে গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। বিশেষ করে নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলো শেষ হলে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং বর্ষাকালীন যানজট দুটোই হ্রাস পাবে। সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply