আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে চন্দনাইশে আ.লীগের শান্তি সমাবেশ ও মিছিল


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমুহের যৌথ অংশগ্রহণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ ১ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়। গাছবাড়ীয়া কলেজ গেইটস্থ আওয়ামীলীগের শান্তির মোহনায় সারাদিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ও সমাবেশের পর বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেইট, বদুরপাড়া, খানহাট ইত্যাদি এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে পদক্ষিণ করে।

চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন সমুহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বিএনপি-জামায়াতের হত্যা, সন্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতা কর্মী ও জনগনের প্রতি আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর