সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর প্রকল্পের আওতায় সূর্যমুখী একক বীমা ডিভিশন-এর উদ্যোগে সোনালী একক বীমা ডিভিশনের একটি মৃত্যুর দাবীর চেক হস্তান্তর করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) সূর্যমুখী একক বীমা ডিভিশন চট্টগ্রাম বহদ্দারহাট চান্দগাঁও শাখার ডিএমডি আনোয়ার জাহান গিয়াসের আন্তরিক সহযোগীতায় সূর্যমুখী একক বীমা ডিভিশনের গ্রাহক ইসমাইলের মৃত্যু দাবির ১,২৭,৮২৭/- (এক লক্ষ সাতাশ হাজার আটশত সাতাশ) টাকার একটি চেক তার নমিনী ফাতেমা-তুজ-জোহরা হীরা মনিকে হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করার সময় বক্তব্য রাখেন, সূর্যমুখী মার্জকৃত একক বীমা ডিভিশনের এএমডি আবু হানিফ মোঃ নোমান ও এসজিএম সুবর্ণা মজুমদার।
চেক হস্তান্তর বিষয়ে এএমডি আবু হানিফ মোঃ নোমান জানান, আমাদের কোম্পানির গ্রাহক ইসমাইলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এবং ডিএমডি আনোয়ার জাহান গিয়াস স্যারের সহযোগীতায় সোনালী একক বীমা ডিভিশনের ১,২৭,৮২৭/- (এক লক্ষ সাতাশ হাজার আটশত সাতাশ) টাকার একটি মৃত্যুর দাবীর চেক গ্রাহক ইসমাইলের নমিনী ফাতেমা-তুজ-জোহরা হীরা মনিকে হস্তান্তর ও অসহায় পরিবারের পাশে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। -প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply