আজ ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

৩ লাখ ৮০ হাজার কৃষক পরিবার পাবে সরকারি সহায়তা


অনলাইন ডেস্কঃ কৃষি সম্পর্কিত প্রকল্পের আওতায় ৩ লাখ ৮০ হাজার কৃষক পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে। দাতা সংস্থার দেওয়া ঋণ থেকে এ সহায়তা পৌঁছানো হবে কৃষকের হাতে।

সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) নেদারল্যান্ড সরকারের সাথে এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

রবিবার (২৯ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও কৃষিখাতে ১০৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে সংস্থাটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান বাংলাদেশ সরকার এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।

এছাড়া নেদারল্যান্ড সরকারের ১৭ দশমিক ৬০ মিলিয়ন ডলারের অনুদান সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। এই অনুদান উদ্ভাবনমূলক কাজের ক্ষেত্রে অর্থায়নে ব্যবহার করা হবে।

জানা গেছে, ঋণের অর্থ থেকে দেশের প্রান্তিক পর‌্যায়ের কৃষক পরিবার গুলোকে সহায়তা দেয়া হবে। বিশেষ করে মহিলা ও প্রন্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য উন্নত কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিপণন সহজ করার ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানিয়েছেন, ‘জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় ক্ষুদ্র পর্যায়ে পানি ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তার জন্য বাঁধ নিমার্ণ ও টেকসইকরণ, পানির প্রবাহ বাড়াতে নদীর চ্যানেলের গভীরতা বাড়ানো, বিদ্যুৎচালিত আধুনিক সেচ পাম্প প্রদান ও উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করার ক্ষেত্রে ঋণের অর্থ ব্যয় করা হবে।’

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর