আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ হরতালের সমর্থনে এলডিপির মিছিল


চাটগাঁর সংবাদ ডেস্ক

বিএনপির ডাকা হরতালকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। হরতালের সমর্থনে আজ রোববার সকালে রাজধানীর হাতিরঝিলে বিক্ষোভ মিছিলে করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। কাওরানবাজার রেললাইন থেকে মিছিলটি হাতিরঝিল মোড়ে পুলিশি বাধায় বিছন্ন হয়ে গেছে।

মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, অ্যাডভোকেট এসএম মোরশেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপি’র সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি এড.নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর