অনলাইন ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিএল) মধ্যে গ্যাস বিল সংগ্রহের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন কাউছার ও কেজিডিএলের কোম্পানি সেক্রেটারি মো. মোজাহের আলী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ, সিডিএ এভিনিউ শাখাপ্রধান মঞ্জুরুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফুল হক চৌধুরী ও মোহাম্মদ সানা উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট সাঈদ মোহাম্মদ মঈনউদ্দীন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান মনির, কেজিডিএলের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার গৌতম চন্দ্র কুণ্ড, ইঞ্জিনিয়ার মো. রইস উদ্দীন, ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম খান ও মোহাম্মদ খাইরুল হাসান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. ফরিদ আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বণিক বার্তা
Leave a Reply