অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম জেলা পরিষদের জন্য নির্মিত নতুন ১৮ তলা টাওয়ারটিসহ ১৩৫ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প আজ শনিবার (২৮ অক্টোবর) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ জেলা পরিষদের পাঁচটি প্রকল্পসহ ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পগুলোর মধ্যে ১শ’ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের ১৮ তলা জেলা পরিষদ টাওয়ার, ২০ কোটি টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট পটিয়া শেখ কামাল অডিটোরিয়াম (মাল্টিপারপাস কমপ্লেক্স), ৭ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে রাউজানে শেখ কামাল কমপ্লেক্স এবং ৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় জেলা পরিষদ ডাকবাংলো।
Leave a Reply