আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সাতকানিয়ায় ‘হামুন’ ঘুর্ণিঝড়ের আঘাত

সাতকানিয়ায় হামুনে বিধ্বস্ত বাড়িঘর, গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু


মো.ইকবাল হোসেন, সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঝড়ো হাওয়ায় বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে থেমে থেমে ঝড়ো বাতাস তছনছ করে দিয়েছে মানুষের সব কিছু।

স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার খাগরিয়া ইউনিয়নে গাছচাপায় বকুমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক গাছপালা ভেঙ্গেছে। গাছ ও ডালপালা ভেঙ্গে বিদ্যুতের সংযোগ লাইন ছিঁড়েছে। ১২৩টি ঘর আংশিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য এসেছে জানিয়েছে উপজেলা প্রশাসন। সাতকানিয়া উপজেলা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে আছে এখনো।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ছাড়া সকল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দক্ষিণ চট্টগ্রামে তাদের অন্তত ৬২টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বৈদ্যুতিক লাইন, পোল,টান্সফর্মার। নষ্ট হয়ে পড়েছে ৯টি টান্সফরমার, তার ছিড়ে গেছে অন্তত ২৮৪টি জায়গায়।

বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়েছেন বিদ্যুৎ কতৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর