অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড়ের বিপদ কেটে যাওয়ার পর আজ বুধবার (২৫ অক্টাবর) সকাল থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। গতকাল থেকে চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩ জারি করা হয়েছিলো।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বহিনোঙ্গরের থাকা ২২টি জাহাজ জেটিতে ফিরতে শুরু করেছে। বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে।’
আরও পড়ুন চট্টগ্রাম বন্দরে বসছে চারটি অত্যাধুনিক কন্টেইনার স্ক্যানার
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় হামুন। মূলত কক্সবাজার এলাকায় তাণ্ডব চালিয়ে বৃষ্টি ঝরিয়ে রাত ১টার দিকে স্থল নিম্নচাপে পরিণত হয় ওই ঘূর্ণিবায়ুর চক্র।
এ ঝড়ে কক্সবাজারে দুজন এবং চট্টগ্রামে দুইজনের মৃত্যুর খবর এসেছে। বিপুল সংখ্যক কাঁচা ঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply