সম্পাদকীয়ঃ বাংলাদেশের প্রান্তিক জনপদ দক্ষিণ চট্টগ্রামে একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন জরুরি। এটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য সহায়ক প্রতিষ্ঠান হবে। ইতোপূর্বে বিষয়টি নিয়ে একাধিকবার জনমত গঠন করা হলেও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনও গুরুত্ব পাচ্ছে না এই দাবি।
আরও পড়ুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গেজেটভুক্ত করার দাবি
চাটগাঁর সংবাদ পত্রিকায় (১১তম বর্ষের ২৬তম সংখ্যা) প্রকাশিত একটি প্রতিবেদনে এসেছে- বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমন্টে অ্যাডুকেশন সেন্টার স্থাপন করতে চায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইতালি। চট্টগ্রাম চেম্বারের সাথে মতবিনিময়কালে এ প্রস্তাব দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত অ্যান্থোনিও অ্যালেস্যান্দ্রো। সরকার যদি এ বিষয়ে গুরুত্ব দেয় এবং দক্ষিণ চট্টগ্রামে এ ধরনের একটি বিশ^বিদ্যালয় গড়া হয় তাহলে এ অঞ্চলের শিক্ষার্থীরা প্রযুক্তি নির্ভর শিক্ষা গ্রহণ করে দেশে ও বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
Leave a Reply