চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল (বঙ্গবন্ধু টানেল) আগামী ২৮ অক্টোবর (শনিবার) উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে রবিবার (২২ অক্টোবর) রাতে চন্দনাইশ ডাকবাংলোতে চন্দনাইশে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর মো. মহিউদ্দিন। এসময় তিনি সরকারের মেগা প্রকল্প ও দেশের সার্বিক উন্নয়ন তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভাকে স্বরণকালের সেরা জনসমুদ্রে রুপান্তর করতে বিস্তারিত আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মুরাদুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক মুছা তছলিম, সদস্য মোঃ আরজু, হাশিমপুর ইউনিয়ন যুবলীগনেতা আব্দুর রহমানসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ রায়হান, সহ সভাপতি মোহাম্মদ নাসির, সাধারণ সম্পাদক মোঃ কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সাংবাদিক নেতা আবিদুর রহমান বাবুল, নুরুল আলম মাষ্টার, এস এম মহিউদ্দিন, নুরুল আলম, নাসির উদ্দীন বাবলু, মোঃ এরশাদ প্রমুখ।
Leave a Reply