আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শান্তিনগরের অশান্তি বিপথগামী গ্যাং


অনলাইন ডেস্কঃ চকবাজার থানাধীন শান্তিনগরের বগারবিল এলাকায় উৎপাত কমছে না বিপথগামী গ্যাংয়ের। ঘনবসতিপূর্ণ এ এলাকায় তথাকথিত ‘বড়ভাইদের’ লেজুড় বাড়ছে। হরহামেশা তৈরি হচ্ছে নতুন নতুন গ্যাং। কথায় কথায় নিজেদের আধিপত্য বিস্তারে চলে অস্ত্রের মহড়া। এইসব গ্যাংয়ের উৎপাতে এলাকাটির শান্তিপ্রিয় বাসিন্দাদের ভীতিও বাড়ছে। নানা সময়ে ঘটছে বিভিন্ন ধরনের অপরাধ, ঘটছে হানাহানি। কোনো কোনো ভুক্তভোগী অপরাধের বিচার চাইতে ধর্না দিয়ে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে। সাধারণ ডায়েরি থেকে মামলাও রুজু হয়। অপরাধীও আসে আইনের আওতায়। কিন্তু বদলায় না এলাকাটির চিত্র।

সম্প্রতি এলাকাটিতে তলোয়ারের আঘাতে প্রাণনাশের উপক্রম হতে যাচ্ছিলেন রিক্সা গ্যারেজের মালিকের ছেলে ইমতিয়াজ হাসান পিংকু(২৬)। ২০ অক্টোবর (শুক্রবার) রাতে একদল দুবৃত্তের হাতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পিংকু। এ বিষয়ে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (২১ অক্টোবর) দায়েরকৃত মামলাটির নাম্বার-০৭, তাং-২১(১০)২০২৩। এজাহার দৃষ্টে দেখা যায়-১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ধারা সংযুক্ত করে মামলাটি দায়ের করা হয়েছে।

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, ১। সোহেল আহমদ সেলু (৩৭), ২। মো. খোকন(৩৪), ৩। সাহাবু মিয়া(৩০), ৪। মো. সোলেমান (৩৮), ৫। মো. ফারুক(২৭), ৬। মো. কামাল (৪০), ৭। মো. তারেক (২৪), সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার সাব ইন্সপেক্টর মো. সারোয়ার আজম চাটগাঁর সংবাদকে বলেন, ‘মামলাটি দায়েরের পরপরই তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর