অনলাইন ডেস্কঃ হেমন্তের আগমনে প্রকৃতি হয়েছে শুষ্ক, কমেছে বৃষ্টি। তবে গত কয়েকদিনে খানিকটা বেড়েছে তাপমাত্রা। আগামি কয়েকদিন তাপমাত্রা পরিবর্তন হবে না এবং শুক্রবার (২০ অক্টোবর) থেকে দেশের কোনো কোনো স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) আগামি কয়েকদিনের পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন জেনে নিন আবহাওয়ার খবর
গত ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৫ শতাংশ। তবে শুক্রবার থেকে পরবর্তী কয়েকদিন দেশের কোনো কোনো স্থানে বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো খুলনায়। চট্টগ্রামে তাপমাত্রা ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশে সর্বনিম্ন ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়ায়। চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন ২১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে বান্দরবানে।
Leave a Reply