অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘ধর্ম মানুষকে উগ্রতা, হঠকারিতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে।’
সোমবার (১৬ অক্টোবর) চসিক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে তিনি এ কথা বলেন। নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ মাহফিলে খতমে কোরআন, মিলাদ ও দোয়া, আলোচনা সভার আয়োজন করা হয়।
মেয়র বলেন, ‘শান্তি, সাম্য, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠাই ইসলাম ধর্ম ও বিশ্বনবী (দ.) মূল আদর্শ। ধর্ম মানুষকে সুশৃঙ্খলিত করে। উগ্রতা, হঠকারিতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। তাই আমাদের ধর্মের মূল আদর্শকে ধারণ করে চলতে হবে।’
দোয়া মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার শায়খুল হাদিস হাফেজ সোলায়মান আনসারী এবং মিলাদ পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চৌধুরী হাসান মাহামুদ হাসনী, গোলাম মোহাম্মদ জেবায়ের, হাসান মুরাদ বিপ্লব, মো. নুরুল আমিন, আবদুল বারেক, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, আবদুল মান্নান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান স্বাস্থ্য কম্যকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপুসহ বিভাগীয় ও শাখা প্রধানগন।
Leave a Reply