অনলাইন ডেস্কঃ প্রতিদিন প্রায় ৮২ কোটি মানুষ পেটে ক্ষুধা নিয়ে ঘুমুতে যায়, এরমধ্যে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। প্রতিবছর ১৬ অক্টোবর সারাবিশ্বের মতো বাংলাদেশেও এ দিনটি পালন করে। এবারের প্রতিপাদ্য ‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।’
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি ১শ’ জনের মধ্যে ১০ জন মানুষ অনাহারে ভুগছেন। পর্যাপ্ত খাবারের অভাবে রয়েছেন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ, অর্থাৎ ৮২ কোটি ৮ লাখ মানুষ। এই পরিসংখ্যান প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেন বেড়ে চলেছে অনাহারের মাত্রা।
আজ বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply