আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মীরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩


মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মীরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার (১০ অক্টোবর) মীরসরাই থানায় মামলাটি করেছেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর নুরুল আমিন চৌধুরীকে প্রধান আসামী করা হয়েছে। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিন শিকাদার,
মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির ও জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী সহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়।

এই মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কাজী মাওলানা আবু বক্কর (৫০), কাজী কফিল উদ্দিন লতিফী (৫০) ও শাহাব উদ্দিন (৪৫)।

আরও পড়ুন জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু

জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা নাগাদ মীরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, জামায়াত নেতা ও আলেম ওলামাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা মিছিল শেষ করে চলে যায়। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘মঙ্গলবার সকালে সুফিয়া রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে এজাহারনামীয় ১ ও ২ নং আসামীর নেতৃত্বে অতর্কিত একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা সরকার বিরোধী স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ ও গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আব্দুল আজিজ নামে আওয়ামী লীগের এক নেতা
বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় তিন আসামীকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’ অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর