আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইসরায়েল হামলায় যা বললেন ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি


অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার হামাসের চালানো প্রাণঘাতী হামলায় ইরানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে রয়টার্সের অনুবাদ অনুযায়ী- তিনি বলেছেন, ‘যারা ইহুদিবাদী শাসনের ওপর হামলার পরিকল্পনা করেছে তাদের হাতে আমরা চুম্বন করি।’ ইরান হামাসকে অর্থায়ন করে এবং যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে বলে অভিযোগ করে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

শনিবার ইসরায়েলের অভ্যন্তরে হামাসের অনুপ্রবেশের মাত্রা এবং হামলার পরিশীলিততা নিয়ে প্রশ্ন উঠেছে যে, তারা একাই এটি করেছে কিনা কিংবা কারও সহায়তা পেয়েছে কিনা।

খবর অনুসারে, তেহরান এই অভিযানের প্রশংসা করলেও এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার বলেছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে এসব হামলার কোনো ‘সরাসরি তথ্য’ নেই। তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইসরায়েলে হামাসের হামলায় ইরান ‘ব্যাপকভাবে সম্পৃক্ত’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর