অনলাইন ডেস্কঃ শিক্ষকদের অধিকার নিশ্চিতে ফ্রান্সের প্যারিসে ১৯৬৬ সালের ৫ অক্টোবর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) শিক্ষকদের কিছু সুপারিশ গ্রহণ করে। সে প্রেক্ষিতে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্যেও পালন করা হয়।
আরও পড়ুন শিক্ষক কি শুধু শ্রেণি পাঠই শেখান?
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বাংলাদেশের শিক্ষক সমাজকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে ২০০৩ সালের ১৯ জানুয়ারি দিবসটি ৫ অক্টোবরের দিবসটি জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেয়া হয়। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়ে থাকে।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply