আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবহাওয়া পূর্বাভাস

সঙ্গে রাখুন ছাতা


অনলাইন ডেস্কঃ এখন বর্ষাকাল না হলেও বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে খেয়াল বদলেছে প্রকৃতির, অসময়ে পড়ছে বৃষ্টি, আবার পরক্ষণেই কড়া রোদ। তাই বাইরে বেরুলেই সঙ্গে রাখুন প্রয়োজনীয় ব্যবস্থা, হাতে  কিংবা ব্যাগে রাখতে পারেন ছাতা অথবা রেইন কোট।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (৩ অক্টোবর) চট্টগ্রামসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী, ভারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন আবহাওয়ার সুসংবাদ দুঃসংবাদ

গতকাল সোমবার (২ অক্টোবর) চট্টগ্রামে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সবচেয়ে বেশি ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে টেকনাফে। আগামিকাল বুধবার (৪ অক্টোবর) এবং বৃহস্পতিবার (৫ অক্টোবর) সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আগামি কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো চাঁদপুরে এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিলো বান্দরবানে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর