আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, আহত ২৫


অনলাইন ডেস্কঃ দক্ষিণ মেক্সিকোর একটি হাইওয়েতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি পণ্যবাহী ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০জন অভিবাসী। এসময় আরো ২৫জন আহত হয়েছেন। খবর আল জাজিরা।

আল জাজিরা সূত্রে জানা গেছে, রবিবার (১ অক্টোবর) ভোরে গুয়াতেমালা সীমান্তের কাছে মেক্সিকোর চিয়াপাস রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি গোপনে তাদের বহন করছিলো।

এএফপি জানিয়েছে, নিহতরা কিউবার বাসিন্দা, তাদের মধ্যে একজন শিশুও রয়েছে বাকি সবাই নারী। সড়ক দুর্ঘটনাটি পিজিজিয়াপান এবং টোনালা শহরের মধ্যে একটি হাইওয়েতে ঘটেছে। এই সড়কটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানো যায়।

মেক্সিকোতে বর্তমানে সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজার হাজার অভিবাসী রয়েছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করছে।

এই দুর্ঘটনাটি মেক্সিকোতে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা। এর আগে বৃহস্পতিবার চিয়াপাস রাজ্যের মেজকালাপা পৌরসভায় একটি ট্রাক উল্টে দুই অভিবাসীর মৃত্যু হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর