আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারা ৭৭তম জন্মদিন উদযাপিত

আইআইইউসিতে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, গনতন্ত্রের মানসকন্যা ও পরিবর্তনের অগ্রদূত, দেশরত্ন, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আইআইইউসির কেন্দ্রীয় মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে আইআইইউসি কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। এতে সভাপতি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ড. মো. শামসুজ্জামান। আলোচনা সভার সভাপতি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। ডিজিডাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনার হাত ধরে দেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমরা আইআইইউসি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ আজ সারাবিশ্বে রোলমডেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে প্রসংশিত একজন বিশ্বনেতা।’ জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. সামীমুল হক চৌধুরী। ইংরেজি সাহিত্য বিভাগের চেয়ারম্যান মো. ছরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ মোস্তফা কামিল মাদানী, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিনসহ বিভিন্ন ডিপার্টম্যান্টের চেয়ারম্যান বৃন্দ, ডিভিশনের পরিচালক বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর