আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরমা-বরকলে বন্যাদূর্গতদের ইউএই চন্দনাইশ সমিতির আর্থিক অনুদান বিতরণ


চন্দনাইশ প্রতিনিধি 

চন্দনাইশ সমিতি-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর পক্ষ থেকে বন্যায় দূর্গত সুবিধা বঞ্চিতদের মাঝে সম্প্রতি (গত শুক্রবার) নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। সমিতির সভাপতি লায়ন আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদারের নির্দেশনায়, সহ-সভাপতি মো. জালাল উদ্দীন চৌধুরীর প্রচেষ্টা ও সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বরমা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরমা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. খোরশেদ আলম টিটু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আওয়ামীলীগ নেতা মো. আবু তৈয়ব, জয়নাল আবেদীন, সমাজসেবক শরফুদ্দীন কাজল ও সাংবাদিক মোক্তার আহমদ।

এতে ৩০০ পরিবারকে ১০০০ (একহাজার) টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় অতিথিরা বলেন, সুখ ও দুঃখ দুটিই নিয়ে প্রত্যেকের জীবন। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর