সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশে মোবাইল কোর্টের মাধ্যমে আনুমানিক ৪০০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
জানা যায়, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা এ মেবাইল কোর্ট পরিচালনা করেন। বিশ্বস্তসূত্রে খবর পেয়ে তিনি আজ ২১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুল নামক স্থানে অভিযান চালান। বিপণনের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ৪০০০ ঘনফুট বালু এ সময় জব্দ করা হয়। জব্দকৃত বালু বরকল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার আবু জাফরের জিম্মায় রাখা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালেনির্বাহী ম্যাজিস্ট্রেটকে চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। উল্লেখ্য, এ ধরনের মোবাইল কোর্ট চলমান থাকবে।
Leave a Reply