নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় এম এ মান্নান চট্টগ্রামের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। মুক্তিযোদ্ধাদের গোপন সংগঠন নিউক্লিয়াসের পাঁচজন নেতার একজন ছিলেন তিনি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীতে কাউন্সিলরদের সাথে নিয়ে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন চসিক মেয়রের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শিশু তহবিলের প্রধান
মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর অন্য নাম ছিলো বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ)। সেই বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক ছিলেন এম এ মান্নান। এ প্রসঙ্গে মেয়র বলেন, মরহুম এম এ মান্নান ১৯৬৪ সালেই চট্টগ্রাম কলেজের দেয়ালিকায় স্লোগান লিখেছিলেন ‘স্বাধীন পূর্ব পাকিস্তান কায়েম কর’। চট্টগ্রামের ছাত্রসমাজকে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধকালীন বিএলএফ’র পূর্বাঞ্চলীয় অধিনায়ক হিসেবে চট্টগ্রামের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে এম এ মান্নানের রাজনৈতিক কৌশল ও আদর্শ অনুসরণ করতে হবে মুজিবসেনাদের।’
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ড. নিছার উদ্দিন মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, সলিম উল্ল্যাহ বাচ্চু, আবুল হাসনাত মো. বেলাল, আবদুল মান্নান, পুলক খাস্তগীর, চসিকের উপ-সচিব আশেক রসুল টিপু প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেছেন কলামিস্ট ড. মাসুম চৌধুরী।
Leave a Reply