আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় বন্যা পরবর্তী মেহের আলী ও মো. শাহাব উদ্দীনের নগদ অর্থ সহায়তা ও টিন বিতরণ


নুরুল কবির রিফাত

এবারের ভয়াবহ বন্যার ফলে সাতকানিয়ার প্রায় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যায়। এই অবস্থায় সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা মদিনা প্রবাসী মেহের আলী ও মো. শাহাব উদ্দীন সোনাকানিয়া ইউনিয়নের ঘতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই পর্যন্ত তিন দফায় তারা ভিন্ন ভিন্নভাবে নগদ অর্থ ও টিন প্রদান করেন। জনপ্রতি ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার বা কমবেশি নগদ অর্থ প্রদান করা হয়। তাছাড়া যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে পুনর্বাসনের জন্য তাদেরকে টিন প্রদান করা হয়েছে ।

মো. শাহাব উদ্দীন মুঠোফোনে জানান, বন্যায় চরম ক্ষতির কারণে এলাকার মানুষ কষ্টে রয়েছে জেনে মদিনার প্রবাস জীবন থেকে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছি। ৪০ পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা নগদ সহায়তা দিয়েছি। এছাড়া যাদের ঘরবাড়ি বিলীন হয়েছে তাদেরকে ঘর নির্মাণের জন্য টিন প্রদান করে সাধ্যমতো সহাযোগিতার চেষ্টা করেছি।

একই ইউনিয়নের মেহের আলী জানান, ক্ষতিগ্রস্ত মানুষকে এই পর্যন্ত ৪ধাপে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। যখন যেখানে পারি ২ থেকে ৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দিয়ে আসছি। একইসাথে বেশ কিছু পরিবারকে ঢেউটিন প্রদান করে গৃহনির্মাণে সহায়তা দিয়েছি। মানুষের সীমাহীন দুর্ভোগ ও অসহায়ত্ব আমাকে তাড়িত করে।
তারা উভয়ে আরও জানান, পরবর্বর্তীতে এই ধারা অব্যাহত থাকবে।

সোনাকানিয়ার সহায়তাপ্রাপ্ত খলিলুর রহমানের পুত্র আবদুল হাকিম ও রূপকানিয়ার সখিনা আকতার জানান, ঘরবাড়ি ভেঙে যাওয়ায় নানান সমস্যার মুখোমুখী হচ্ছি। মেহের আলী ও মো. শাহাব উদ্দীনের নগদ অর্থ সহায়তা ও টিন দেওয়য় আমাদের জীবন ও জীবিকা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমরা তাদের জন্য দোয়া করে যাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর