নিজস্ব প্রতিবেদকঃ জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার উদ্যোগে কর্মী সম্মেলন গত ৬ মে শুক্রবার দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার সভাপতি কৃষমণি আচার্য্য’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিপলু শীল জয়ের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দির ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু শীল,সাংগঠনিক সম্পাদক লিটু সূত্রধর,সমাজসেবক ডেন্টিষ্ট সত্যজিৎ সিংহ, জাগো হিন্দু পরিষদ ও দেবী পরিষদ পটিয়া উপজেলার প্রিয়া দেবী, দেবাশীষ দাশ,অরবিল দাশ,আদর হোড়, মান্না দে প্রমুখ।
জাগো হিন্দু পরিষদের কর্মী সম্মেলনে পটিয়া উপজেলার আওতাধীন দেবী পরিষদ, ৮ টি ইউনিয়ন ও পৌরসভা ১০টি কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply