বিনোদন ডেস্ক
কোভিডের সময় থেকেই এই মাধ্যমটির পালে হাওয়া লাগে বেশ জোরেশোরে। যার প্রভাব পড়েছে দেশের ছোট পর্দার নির্মাণে। বাজেট ও কাজের স্বাধীনতার কারণে ছোট পর্দার অনেকেই এখন ঝুঁকছেন ওটিটির দিকে। সাম্প্রতিক সময়ে ওয়েবের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
বিয়ের পর হানিমুন সেরেই অস্ট্রেলিয়াতে উড়াল দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে শুটিং করছেন শিহাব শাহীন পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার। এতে তার বিপরীতে অভিনয় করছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। সম্প্রতি ফারিণের বিরুদ্ধে ওটিটির কারণে নাটককে অবজ্ঞা করার অভিযোগ তোলেন নাটকের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
নাম উল্লেখ না করে তিনি বলেন, “কিছুদিন আগে ‘জানেমান তুই আমার’ নামে একটা নাটক প্রচার হয়েছে। কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণাই করছেন না। দিতে হবে এজন্য হয়তো নাটকটা একবার শেয়ার করেছেন। আর কোনো পোস্ট নেই এটা নিয়ে। অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও। এটা কোন ধরনের কাজ হলো! এখন ওটিটির কাজ করেন বলে নাটককে অবজ্ঞা করেন। আমাকে প্রযোজক, পরিচালক ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু এখানে আমি কী করতে পারি! এই বিষয়গুলো মোটেও ভালো নয়।”
জোভানের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। এই নিউজ প্রকাশের দুদিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!’
যে নাটক নিয়ে এত কথা, সে নাটকের কেউই ফারিণের সঙ্গে যোগাযোগ করেননি। এ অভিনেত্রীর কথায়, ‘তিনি (জোভান) কিংবা নির্মাতা কেউই আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। যদি কোনো বিষয়ে সংশয় থাকে, তিনি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আর আমি তো ১৫ দিন ধরে দেশে নেই। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আশা করি একে-অন্যের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হব। এবং হ্যাঁ, এটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কিছু বলার থাকলে সরাসরি আমার সঙ্গে শেয়ার করা যেত।’
তবে ওটিটিতে ব্যস্ত হলেও নাটকের ব্যাপারে একদমই উদাসীন নন ফারিণ। ভালো কাজের প্রস্তাব পেলে সব মাধ্যমেই কাজ করার ইচ্ছে আছে তার।
দেশে ফিরে তাসনিয়া ফারিণ কাজ শুরু করবেন মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলন’ ওয়েব ফিল্মের। এছাড়া হাতে রয়েছে শিহাব শাহীনের ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার কাজ। এতে ফারিণের বাবার চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। কথা চলছে আরেকটি সিনেমার ব্যাপারেও। সব মিলিয়ে আপাতত ওটিটিতেই ব্যস্ত ফারিণ।
Leave a Reply