আজ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এশিয়া কাপে পাকিস্তান দলের নতুন জার্সি


ক্রীড়া ডেস্ক

আর মাত্র দুই দিন পরেই পর্দা উঠছে এশিয়া কাপের। বুধবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে মহাদেশীয় ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই শুরু হবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য আজ জার্সি উন্মোচন করেছে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দল পাকিস্তান। সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের উপস্থিতিতে বাবর আজমদের বিশ্বকাপ জার্সি জনসম্মুখে আনা হয়। ‘মেন ইন গ্রিন’ নামে পরিচিত পাকিস্তান ক্রিকেট দলের নামের মতোই তাদের জার্সিতে সবুজ রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। জার্সির নাম রাখা হয়েছে ‘স্টার নেশন জার্সি’। জার্সির ডান পাশে একটি তারকা এবং পাকিস্তানের পতাকা রয়েছে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, ‘আমাদের এই জার্সি পাকিস্তানের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে। কারণ আমরা ইতিমধ্যেই ওয়ানডে ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা বুকে পাকিস্তানের তারকা এবং পতাকা রেখেছি যা আমাদের পরিচয়ের প্রতিনিধিত্ব করে। আমি আশাবাদী আমাদের দল ভারতে বিশ্বকাপ জিতবে।’

ওয়ানডে বিশ্বকাপের আর দেড় মাসেরও কম সময় বাকি। আগামী ৫ অক্টোবর ভারতের গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠবে বৈশ্বিক এই ক্রিকেট আসরের। টুর্নামেন্টটি ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। শেষ সময়ে দল ঘোষণা ও জার্সি উন্মোচন নিয়ে ভক্তদের উন্মাদনাও বাড়ছে। এরই মধ্যে নিজেদের জার্সি প্রকাশ্যে আনল শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর