আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি বিদায়ীতে দোয়া মাহফিল

দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি বিদায়ীতে দোয়া মাহফিল


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ীতে দোয়া মাহফিল করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র ও প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। কলেজের অধ্যক্ষ মো. নুরুল আবছারের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান ফরিদ ইমন, গীতা পাঠ করেন শ্রীমন্ত চৌধুরী, ত্রিপিটক পাঠ করেন কেমি বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘দেশ ও জাতি গঠনে আজকের ছাত্র-ছাত্রীদের ভুমিকাও কোন অংশে কম নয়। সুন্দর ভবিষ্যত গঠনে শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা করা প্রয়োজন। ভালোভাবে পড়ালেখা করার পাশাপাশি সৎ ও চরিত্রবান হতে হবে। সৎ ও চরিত্রবান মেধাবী ছাত্র-ছাত্রীরা অবশ্যই দেশ ও জাতীর কল্যান বয়ে আনবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা। উদ্বোধনী বক্তব্য রাখেন ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাং নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য মোহাম্মদ মীর কাশেম, দাতা পরিবারের সদস্য নুর মোহাম্মদ, অভিভাবক সদস্য আবু ছৈয়দ, তিলোত্তমা বড়ুয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জয়নাব বেগম, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজটির প্রভাষক মোহাম্মদ আলম উদ্দীন, আহমদ শফি, মিশকাত, রিপন এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবলা কুমার দাশ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী আঁখি আক্তার। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন কলেজটির দ্বাদশ শ্রেণির ছাত্র ইমন উদ্দিন, সায়মুন উদ্দিন, ইতু বড়ুয়া, সায়মা আক্তার, একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ রাকিব ও সাদিয়া সুলতানা।

পরে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রবেশ পত্র ও ফাইল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর