আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ আরো ১ শিশুর মৃত্যু


চাটগাঁর সংবাদ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদ নামে ২ বছর বয়সী এক শিশু ও মরিয়াম বেগম নামে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন। শনিবার (১৯ আগস্ট) এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল্লাহ আতাহার আহমেদকে গত ২৮ জুলাই নগরের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৭ আগস্ট তার মৃত্যু হয়।

অন্যদিকে মরিয়ম বেগম গত ১০ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে তিনি মারা যান।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর