আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিশ্ব আলোকচিত্র দিবস আজ


চাটগাঁর সংবাদ ডেস্কঃ আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এই দিনকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকেই প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়ে আসছে।

১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসফোর নিপেক ও লুইস ড্যাগুইর আবিস্কার করেন ড্যাগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম। এই উপায়ের নাম ড্যাগুইররিয়ো টাইপ। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিস্কার করেন। তাঁর নামানুসারেই পরে এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয়।

ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তির ওই দিনটি স্মরণে প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়। ফটোগ্রাফির অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে। নানা কর্মসূচিতে সারাবিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন আলোকচিত্র সংগঠনও দিবসটি উদযাপন করে।

তথ্যসূত্র: সমকাল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর