আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বন্যার্তদের ত্রাণ দিচ্ছেন পৌর কাউন্সিলর মোহাম্মদ আলমগীর।

দোহাজারীতে কাউন্সিলর আলমগীরের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ অপর্যাপ্ত হওয়ায় দোহাজারী পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলমগীর তার নিজস্ব অর্থায়নে সাত নম্বর ওয়ার্ডের বন্যার্ত ১ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে সাত নম্বর ওয়ার্ডের লালুটিয়া, রায়জোয়ারা, জেলে পাড়া, কিল্লাপাড়া, বেগম বাজার, বাবু খান বাড়ি, পূর্ব দোহাজারী, মালীপাড়া, মজুপাড়া, নাছির মোহাম্মদ পাড়া ও রাশিয়ার পাহাড় এলাকার বন্যা দুর্গতদের এই ত্রাণ সহায়তা দেন তিনি। ত্রাণ সামগ্রীতে ছিলো চাল, আলু, পেঁয়াজ, লবন, চিড়া, মুড়ি।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক, আব্দুল আজিজ, মোবারক, শাহ্জাহান, মহিম, রফিক, মিশু সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ইউনিয়নবাসীরা বলছেন, গত ১১ আগস্ট বন্যার পানি নেমে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত দিনমজুর, শ্রমজীবী, কৃষকসহ নিন্ম আয়ের মানুষ এখনও মানবেতর জীবনযাপন করছেন।

উল্লেখ্য, বন্যার প্রথম দিন গত ৭আগস্ট পানিবন্ধী দুই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করার পর ওয়ার্ডবাসীর স্বাস্থ্য সেবায় গত ১১ আগস্ট ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করার পাশাপাশি পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারগুলোকে টানা চারদিন তিনবেলা আহার করিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন কাউন্সিলর মোহাম্মদ আলমগীর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর