আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইআইইউসি’তে ‘অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়’ শীর্ষক সেমিনার


চাটগাঁর সংবাদ ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের যৌথ আয়োজনে ‘অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ সেমিনার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আইআইইউসি’র প্রক্টর, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি’র আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. মনজুর হোসেন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জন্মগতভাবে কেউ উগ্রবাদে জড়িয়ে পড়ে না পরিবেশগত কারণ এবং বিশেষ গোষ্ঠির বিশেষ উদ্দেশ্য সাধনে তরুণ সমাজ বিশেষ করে ২৫ থেকে ৩৫ বছরের তরুণ তরুণীরা উগ্রবাদীদের টার্গেট এ পরিণত হচ্ছে। এতে করে তরুণ তরুণীরা নিজেদের অজান্তেই কিংবা ভুল ধারণার বশবর্তী হয়ে উগ্রবাদে জড়িয়ে পড়ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, তরুণদের পাশাপাশি আজকাল তরুণীরাও উগ্রবাদে জড়িয়ে পড়ছে। আগামী প্রজন্মের জন্য উগ্রবাদ মুক্ত জঙ্গিবাদ মুক্ত নিরাপদ সমাজ নিশ্চিত করতে হলে ছাত্র-ছাত্রীদের উগ্রবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে ‘

বিশেষ অতিথির বক্তৃতায় আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘একমাত্র তরুণরাই পারে উগ্রবাদ মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে।’

সেমিনারে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রায়হানুল বারী ও আইআইইউসি’র রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন ও চেয়ারম্যান প্রফেসর এবি এম আবু নোমান।

উগ্রবাদের কারণ ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল বিন মনির জনি।

দ্য এশিয়া ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর