আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানববন্ধন

উত্তর তুলাতলীতে শঙ্খনদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবী


সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ শঙ্খনদীর ভাঙন ঠেকাতে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সংযোগস্থল উত্তর তুলাতলীতে বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, বাঁধ নির্মাণের দাবীতে সোমবার (১৪ আগস্ট) চন্দনাইশের পশ্চিম চরবরমা ও সাতকানিয়ার উত্তর তুলাতলী সর্বসাধারণ মানববন্ধনে অংশ নেন। নদীর উত্তর পাড়ে আয়োজিত দীর্ঘ এ মানববন্ধনে বক্তব্য রাখেন চরবরমার ইউপি মেম্বার আনিসুর রহমান চৌধুরী, মাওলানা কামাল উদ্দীন, হাফেজ মুহাম্মদ বেলাল, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন, মঈনুদ্দিন, বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জামাল উদ্দীন প্রমুখ।

ছবি: উত্তর তুলাতুলিতে ভাঙছে শঙ্খনদী

বক্তারা বলেন, ‘বাঁধ নির্মাণ না হলে চন্দনাইশের পশ্চিম চরবরমা ও সাতকানিয়ার তুলাতলী নদীগর্ভে বিলীন হয়ে যাবে। উত্তর তুলাতলী হেদায়েতুল ইসলাম নূরানি মাদরাসা, দারুত তাক্বওয়া ইসলামিয়া মাদরাসা, পশ্চিম চরবরমা গাউসিয়া তৈয়বিয়া দাখিল মাদরাসা, চরবরমা কমিউনিটি ক্লিনিক, সেবন্দি চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুই উপজেলার সাতটি মসজিদ, পাঁচটি এনজিও পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়, হাজার হাজার একর কৃষিজমি, হাজার বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে বদলে যাবে এলাকার মানচিত্র, বাপ-দাদার স্মৃতি বিজড়িত ভিটে-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাতে হবে বহু পরিবারকে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর